রাজিব আল মামুন: হাজারো ভারতীয় মুসলিম হত্যার সরাসরি কুশিলব বাবরী মসজিদ ভেঙ্গে রাম মন্দির গড়ার নেপথ্য কারিগর গুজরাটের কশাই খ্যাত নরেন্দ্র মোদী যিনি ভারতের বতর্মান প্রধানমন্ত্রী যার নির্বাচনি ইশতেহার সেদেশের বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশে জোর করে পুশইন করা এবং যার মন্ত্রী সভার মন্ত্রীরা বিভিন্ন সময় প্রকাশ্য সভায় বাংলাদেশ দখলের ঘোষণা দেয়। এহেন বাংলাদেশ বিরোধী প্রতিবেশি রাষ্ট্রপ্রধান তথা মুসলিম উম্মাহর প্রকাশ্য শত্রু এবং আন্তর্জাতিক ভাবে মানবতা লঙ্গনকারী অপরাধিকে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তিতে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি করার বিরুদ্ধে প্রতিবাদরত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি বর্ষন,হত্যা, বন্ধীকরা এবং নৈরাজ্যের প্রতিবাদে নুন্যতম দেশপ্রেম এবং ঈমানী দায়িত্ব পালনের লক্ষ্যে ‘সেভ বাংলাদেশ,পর্তুগাল’ শাখার উদ্যোগে এক ভার্চুয়াল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় গতকাল ৩০শে মার্চ মঙ্গলবার রাত ৯ঃ৩০ মিনিটে।
প্রায় দুই ঘন্টা ব্যাপি এই অনুষ্ঠানে সভপতিত্ব করেন সেভ বাংলাদেশের আহবাহক সামসুল ইসলাম এবং অনুস্টান পরিচালনা করেন সেভ বাংলাদশ পর্তুগাল এর সদস্য সচিব জনাব আরাফাত মিজান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোয়াত করেন লিসবন শিল্পী গোষ্টির শিল্পী জনাব শফিউল্লাহ মাহমুদ। উক্ত zoom মিটিংয়ে উদ্ভোদনী বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য ও রাজনীতিবিদ জনাব আমিরুল হক মেম্বার,প্রচার সম্পাদক সেভ বাংলাদেশ পরতুগাল।বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ি জনাব রবিউল আলম ,সাংগটনিক সম্পাদক সেভ বাংলাদেশ পর্তুগাল, নজরুল ইসলাম,আহ্বায়ক, সেভ বাংলাদেশ পরতু শাখা। অনুষ্ঠানে আবৃত্তি করেন জনাব রাজিব আল মামুন মোহন ,যুগ্ন আহবায়ক সেভ বাংলাদেশ পরতুগাল।
এছাড়া প্রতিবাদি বক্তব্য রাখেন.জনাব পারভেজ আহমদ প্রচার সম্পাদক, পর্তুগাল বিএনপি জনাব রুবেল আহমেদ ,বিশিষ্ট যুবনেতা ও ব্যবসায়ী, জনাব সাইফ আহমেদ সুইট, সহ সাধারন সম্পাদক পর্তুগাল বিএনপি, লেখক, কলামিস্ট জনাব মাহবুব সুয়েদ ,জনাব মিজানুর রহমান খান ,বিশিষ্ট ব্যবসায়ী, জনাব ক্বারী কামরুল আলী ,শিক্ষাবিদ এবং ব্যাবিসায়ি জনাব মহি উদ্দিন সুমন, জনাব ইউসুফ তালুকদার সাধারন সম্পাদক পর্তুগাল বিএনপি, জনাব আব্দুস সালাম তালুকদার বিশিষ্ট ব্যবসায়ী ও সহ সভাপতি বিএনপি,পর্তুগাল, জনাব নবিউল হক ,উপদেস্টা সেভ বাংলাদেশ পর্তুগাল, সাবেক খতিব মাওলানা হেলাল উদ্দিন,উপদেস্টা সেভ বাংলাদেশ পর্তুগাল, সোশাল ওয়েলফেয়ার সভাপতি ও কমিউনিটি নেতা জনাব তাহের আহমদ চোধুরি,বিশিস্ট ব্যবসায়ী, জনাব আবু নাইম মুহাম্মদ শহীদুল্লাহ,উপদেষ্টা, সেভ বাংলাদেশ পর্তুগাল,জনাব জুবায়ের মিয়া,সাবেক সেক্রেটারি Crcipt Portugal . আরও বক্তব্য রাখেন জনাব .নজরুল ইসলাম শিকদার সিনিয়র সহ সভাপতি বিএনপি পর্তুগাল, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব সাজিদ মোহাম্মদ সেক্রেটারি, মারতিম মনিজ জামে মসজিদ । জনাব.মোশারফ হোসাইন,প্রধান উপদেস্টা সেভ বাংলাদেশ পরতুগাল। উল্লেখিত বক্তাগন তীব্র প্রতিবাদ জ্ঞাপন করেন ফেসিস্ট অবৈধ সরকারের দমন, পীড়ন মুলক আচরনের এবং অবিলম্বে সকল বন্ধীদের মুক্তি দেয়ার আহ্বান করেন এবং হয়রানিমূলক মিথ্যা মামলা সমুহ প্রত্যাহারের আহ্বান জানান।
পরিশেষে খতিব মাওলানা আলাউদ্দিন সাহেব সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন এবং সভাপতির সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।